কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে নিজ বসতঘর থেকে বাবুল পাঠান (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের আতখলা গ্রামে মৃতের ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।কটিয়াদীতে যুবকের লাশ উদ্ধার
মৃত বাবুল পাঠান আতখলা গ্রামের রশিদ পাঠানের ছেলে।
জানা যায়, বাবুল পাঠান ঘরের ধরনার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। বাড়ির লোকজন তাকে ঝুলতে দেখে ছুটে গিয়ে নামিয়ে আনে। কিন্তু ততক্ষণে বাবুল মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ জানান, বাবুল পাঠান মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন থেকে সে মানসিক সমস্যায় ভুগছিল ।