logo

কটিয়াদীতে মেশিনে ধানের চারা রোপণ মাঠ দিবস

মোহাম্মদ নূর আলম গন্ধী,কটিয়াদী,কিশোরগঞ্জ থেকেঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিস কটিয়াদী কতৃক খামার যান্ত্রীকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২য় পর্যায় এর আওতায় ১০আগষ্ট বুধবার মমুরদিয়া ইউনিয়নের বাঘবেড় ব্লকের দক্ষিণ চাতল গ্রামে কৃষক লতিবুর রহমান মিয়ার জমিতে স্থাপিত প্রদর্শনী প্লটে(রাইস্ ট্রান্সপ্লান্টার)রোপণ যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ হুমায়ূন কবির উপজেলা কৃষি কর্মকর্তা,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ী অফিসের উপ-পরিচালক কৃষিবিদ শফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সাদেক ইবনে সান্স,কৃষিবিদ দিলরোবা ইয়াছমিন কৃষি কর্মকর্তা কিশোরগঞ্জ সদর,আব্দুল্লাহ্ খাঁন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং উপজেলায় কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ সহ প্লট বাস্তবায়নকারী উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাহিদা আক্তার ও দু”শতাধিক চাষী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তাগণ রোপণ যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণের সুবিধা উল্লেখ করে বলেন,এটি একটি আধুনিক,সময়,শ্রম ও জ¦ালানি সাশ্রয়ী যন্ত্র যার মাধ্যমে ঘণ্টায় ০.৫-০.৬লিটার অকটেন/পেট্রোল ব্যবহার করে ৩০-৪০ শতক জমিতে চারা রোপণ করা যায় এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সারিতে চারা রোপণ উপযোগী যন্ত্র।এ যন্ত্র ব্যবহারের ফলে কৃষকগণ আধুনিক ভাবে চাষাবাদ করতে পারবেন,কৃষি কাজে কম খরচে সময় সাশ্রয়ী ও উন্নত কৃষি ব্যবস্থায় দেশের কৃষিকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে