মাসুম পাঠান, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদীতে মেলায় চড়কা ভেঙ্গে ১৬ জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধায় উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামে সুরুজ আলী পাগলার বাৎসরিক মেলায় ।
আহতরা হচ্ছে- বন্যা (১৪), ঝিনুক (১৪), মোবারক (০৮), মর্জিনা (১৮), সাথী (২৫), মাধুর্য (১৭), তৌফিক (০৯), সজিব (২৩), মুমু (১০), আরিফ (২১), শিখা (২০), শরিফ (২২), রোকসানা (১২), কবির (০৯), আল-আমিন(১৫), সাজেদা (১২) । আহতদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকতা ডা. তপন কুমার দত্ত জানান গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। জাতীয় পাটির কটিয়াদী উপজেলা শাখার সভাপতি আ. ওয়াছেক চুন্নু জানান অতিরিক্ত লোক উঠানোর কারনে চড়কা ভেঙ্গে দুর্ঘটাটি ঘটেছে।
কটিয়াদীতে মেলায় চড়কা ভেঙ্গে আহত ১৬
প্রকাশ : Mar 09, 2017 | Comments Off on কটিয়াদীতে মেলায় চড়কা ভেঙ্গে আহত ১৬
