logo

কটিয়াদীতে মৃত ব্যক্তির দেহে করোনা মেলেনি, রেনেসাঁ হাসপাতালের লকডাউন প্রত্যাহার

ফ.হ জোয়ারদার আলমগীরঃ
কিশোরগঞ্জের কটিয়াদী রেনেসাঁ ডায়গনস্টিক অ্যান্ড হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সজিবুল ইসলাম সুমন আকন্দ (৩০) করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না। বৃহস্পতিবার বিকালে ঢাকার আইইডিসিআর হতে প্রাপ্ত রিপোর্টে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সন্ধায় রেনেসাঁ হাসপাতালেের লগডাউন প্রত্যাহার করে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জানান মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নামাপুটিয়া গ্রামের সুমন আকন্দ নামে এক ব্যক্তি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট জনিত উপসর্গ নিয়ে কটিয়াদীতে রেনেসাঁ ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে চিকিৎসা গ্রহন করে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়। ফলে অধিকতর নিরাপত্তার জন্য রেনেসাঁ হাসপাতালটি সাময়িকভাবে লকডাউন করা হয়েছিল। মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কিনা, তা নিশ্চিত হতে তার শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করতে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছিল । বৃহস্পতিবার বিকালে আইইডিসিআর হতে প্রাপ্ত পরীক্ষার রিপোর্টে জানা যায় মৃত সুমনের দেহে করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে তার নমুনা সংগ্রহে নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়।
এদিকে ওই রিপোর্ট হাতে পাওয়ার পর কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছার উপস্থিতিতে রেনেসাঁ ডায়গনস্টিক অ্যান্ড হাসপাতালটিনর লকডাউন প্রত্যাহার করে উন্মুক্ত করে দেয়া হয়।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে