logo

কটিয়াদীতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন রাজন

মাসুম পাঠান, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদীতে আবদুর রহিম রাজন (২৭) নামে এক তবলিগ জামাতের সাথী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ২২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চলে গেলেন না ফেরার দেশে।
সোমবার বিকাল ২ঘটিকায় রাজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত আব্দুর রহিম রাজন কটিয়াদী পৌর সদরের পূর্বপাড়া মহল্লার প্রবাসী গোলাম মস্তোফার পুত্র।
জানা যায় গত ১৯ মে রাত ১১টার দিকে  কতিপয় দুর্বৃত্ত কটিয়াদী থানার সন্নিকটে সাব-রেজিস্ট্রারের কার্যালয় সংল্গ রাস্তায়  রাজনের গায়ে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা চালায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার  পর রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় রাজনের মামা মামুনুর রশিদ নয়ন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মাহমুদুল হাসান সুমন ও মো. সোহেল মিয়া নামে দুই জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।  রাজনের শশুর হাবিবুর রহমান দুলাল  তার মেয়ের জামাতার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান,   রাজনকে শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করল মানুষ রুপি জানুয়ারার। রাজনের একমাত্র সাড়ে তিন বছর বয়সের ছেলে আবু হুজায়ফা ও তার মাকে আমি কি বলে শান্তনা দিব। আমি আল্লাহ এবং সরকারের কাছে এই নির্মম হত্যা কান্ডের বিচার চাই । এ ঘটনায় রাজনের পরিবার ও তার সাথীদের মাঝে  চলছে শোকের মাতম। সোমবার বাদ মাগরীব ঢাকা কাকরাইল মারকাজ মসজিদে জানাযা শেষে লাশ বাড়িতে এনে মঙ্গলবার কটিয়াদীতে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে