logo

কটিয়াদীতে ব্যবসায়ীর মৃত্যুর দুইদিন পর জানা গেল তিনি করোনা আক্রান্ত ছিলেন

মাসুম পাঠান
কিশোরগঞ্জের কটিয়াদীতে তরুন ভূইয়া (৪২) নামে এক ব্যবসায়ী শ্বাসকষ্ট নিয়ে মৃৃত্যুর দুইদিন পর জানা গেল তিনি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত ছিলেন।
শুক্রবার রাতে প্রাপ্ত করোনা পরীক্ষার রিপোর্টে তার পজেটিভ আসে। তিনি উপজেলার করগাঁও ইউনিয়নের বাট্টা গ্রামের মৃত ছেনু ভূইয়ার পুত্র।
গত সোমবার সকালে তিনি পুরান ঢাকার চকবাজার থেকে বাড়িতে এসেছিলেন। পরে দুইদিন শ্বাসকষ্টে ভুগেন ওই ব্যবসায়ী। বুধবার সকালে শ্বাসকষ্ট নিয়ে তিনি নিজ বাড়িতেই দুপুরে মৃত্যুবরণ করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জানান, আমরা বুধবার তরুন ভূইয়ার মৃৃত্যুর পর ঐ দিন বিকালেই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছিলাম। শুক্রবার রাতে প্রাপ্ত রিপোর্টে আমরা জানতে পারি, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার রিপোর্ট পজেটিভ এসেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা বলেন, তরুণ ভূইয়া নামে ওই ব্যবসায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করে পাঠানো হবে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে