মাসুম পাঠান
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার সন্ধায় চাতল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন ভূইয়া সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাংসদ সদস্য নূর মোহাম্মদ। বিষেশ অতিথি হিসাবে ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জিল্লুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ আফজল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম মাষ্টার, জেলা আইনজিবি সমিতির সভাপতি এ্যাড. মিয়া মো. ফেরদৌস, কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুস্তাকুর রহমান, কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, রোকসানা বেগম প্রমুখ। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থীদের মধ্য থেকে যাচাইবাছাই করে পরবর্তীতে কমিটি ঘোষণা করা হবে।