কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে করোনা ভাইরাসের কারণে বেকার হওয়া হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মানব কল্যাণ ফাউন্ডেশন।
মঙ্গলবার সকালে ভোগপাড়া চৌরাস্তা মোড়ে ইতালি প্রবাসী দেলোয়ার হোসেন ফেরদৌস এর অর্থায়নে ১২০জন হতদরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবন ও আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী তুলে দেয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোগপাড়া চৌরাস্তা জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল রাশিদ, সহ-সভাপতি আমির হোসেন শরিয়র, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সমাজসেবক আসাদ প্রধান, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি মনির হোসেন মুন্না, সমাজসেবক মাইন উদ্দিন, মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য টিটু, জামাল, মহসিন, হিমেল, রাকিব, আকাশসহ আরো অনেকেই।