logo

কটিয়াদীতে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে জরিমানা আদায়

দর্পন ঘোষ, কটিয়াদী
কিশোরগঞ্জের কটিয়াদীতে সেনাবাহিনীর সহযোগীতায় করোনা সচেতনতা বৃদ্ধিতে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে জরিমানা আদায় করেন সহকারী কমিশনার ( ভূমি) মো. আশরাফুল আলম।
সোমবার করোনা সংক্রমণ প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখতে কটিয়াদী বাজারে মাস্ক ছাড়া বাহিরে ঘোরাফেরা করায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা এবং মটর সাইকেলের প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোট ১৩ জনকে অর্থ দন্ড প্রদান করেন । এ সময় একজন ভোক্তা ২৫(পঁচিশ) টাকা মূল্যের ওষুধ ছিটানোর স্প্রে ৭০ টাকা করে ক্রয় করেছে বলে অভিযোগ করলে, অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেলে বিক্রেতাকে ভোক্তা সংরক্ষণ অধিকার ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করেন। ১৩ জনকে মোট ৭৫০০ (সাত হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযান পরিচালনায় ক্যাপ্টেন রিমান এর নেতৃত্বে সেনাসদস্য ও কটিয়াদী পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল সহযোগীতা করেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে