ফখর উদ্দিন ইমরান,নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে নতুন করে ৩ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।এদের মধ্যে একজন ব্যাংক ম্যানেজার ও দুইজন পুরুষ রয়েছে।শনিবার সকালে কটিয়াদী হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।গত ১২ আগষ্টে পাঠানো রিপোর্টে ৩ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়।
নতুন আক্রান্ত ৩ জন হলেন,কৃষি ব্যাংক কটিয়াদী শাখার ব্যবস্থাপক,জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের ১ জন পুরুষ ও করগাঁও ইউনিয়নের ১ জন পুরুষ। এ নিয়ে উপজেলায় সর্বমোট ১২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সহ মোট ১১৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে উপজেলায় ১০ জন আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন আছেন।
কটিয়াদীতে ব্যাংকের ম্যানেজারসহ ৩ জনের দেহে করোনা শনাক্ত
প্রকাশ : Aug 15, 2020 | Comments Off on কটিয়াদীতে ব্যাংকের ম্যানেজারসহ ৩ জনের দেহে করোনা শনাক্ত
