logo

কটিয়াদীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ

বদরুল আলম নাঈম, কটিয়াদী থেকে

‘সময় এখন প্রকৃতির’ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে কটিয়াদী রক্তদান সমিতি।

‘এসো সবুজ পৃথিবী গড়ি’ স্লোগান নিয়ে কটিয়াদী রক্তদান সমিতি শুক্রবার কটিয়াদী সরকারি কলেজ মাঠের লেক পাড়ে ‘সবুজায়ন’র শুভ সূচনা করা হয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন সমিতি’র উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, জেলা বন সম্প্রসারণ কেন্দ্রের রেঞ্জ অফিসার কবি হারুন-অর-রশিদ, সাংবাদিক রফিকুল হায়দার টিটু, বাতিঘর ব্যান্ডের পরিচালক নন্দন কুমার সাহা, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম,
সমাজকর্মী সুদীপ সাহা রাজু, প্রদীপ সূত্রধর, চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, শিক্ষক আমান উল্লাহ, হোমিও চিকিৎসক মাহাবুবুর রহমান, ছাত্রনেতা তাশরিফুল হাসিব, সাকিবুল হাসান সোহাগ, সংগঠনের সদস্য সুজন সাহা, প্রশান্ত মোদক সাগর, সীমান্ত পোদ্দার, মো. সজিব, তফাজ্জল হায়দার হায়দার, রাতুল, জুনায়েদ প্রমূখ।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, পৃথিবীর উষ্ণতা ও মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। ব্যাপক হারে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হতে পারে। ফিরে পেতে পারে জীব বৈচিত্র্য। তাই সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের বিকল্প নেই।
সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে চলতি বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে সহস্রাধিক ফলজ, বনজ, ঔষধি গাছের চারা রোপণের অভিপ্রায় নিয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে