logo

কটিয়াদীতে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি, মাসুম পাঠানঃ
কিশোরগঞ্জের  কটিয়াদীতে দুইদিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন মঙ্গলবার সকালে কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে ।
স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক ডাঃ দীন মো. নুরুল হকের উদ্যোগ ও সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মো. আ. গণি । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আ. ওয়াহাব আইন উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর । অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ তপুন কুমার দত্ত, আওয়ামীলীগ নেতা মো. গিয়াস উদ্দিন, মসূয়া ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী প্রমূখ।
অনূষ্ঠানের প্রথম দিনে একশত নব্বই জন রোগীর চোখের ছানি অপারেশন ও তিনহাজার দুইশত রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে