কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. রহমত আলী (৫০) নামে এক নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবনির্মিত ভবনের ছাদ থেকে পড়ে তার মৃৃত্যু হয়েছে। এ ঘটনাটি কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া মহল্লায় সোমবার বিকাল ২ টার দিকে ঘটেছে। রহমত আলী পাশ্ববর্তী বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের ভাল্লুকবেড় গ্রামের মো. আরব আলীর পুত্র।
মৃত রহমত আলীর স্বজনরা জানান, কটিয়াদী বাজারের পূর্ব পাশে একটি নবনির্মিত বিল্ডিং এর ছাদের রড বাঁধায়ের কাজ করার সময় অসাবধানতাবশত একটি রড বিদ্যুতের তারে লেগে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃৃত্যু
প্রকাশ : Jul 06, 2020 | Comments Off on কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃৃত্যু
