মাইনুল হক মেনু, নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুতের আগুনে পুড়ে ছাই হয়েছে মো. আবদুর রাশিদ নামে এক কৃষকের বাড়ি। আবদুর রাশিদ উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ পূর্বচর পাড়াতলা গ্রামের মৃত আ. ছালামের পুত্র।
ক্ষতিগ্রস্ত মো. আবদুর রাশিদ জানান বুধবার সকালে পাশের বাড়ির স্বপন মিয়ার ঘরের মিটার স্থানান্তরের সময় আমার বসত ঘরের উপর দিয়ে যাওয়া সার্ভিস তারে আগুন লেগে যায়। সেই আগুন আমার ঘরে লেগে মুহুর্তের মধ্যেই সমগ্র ঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সংবাদ কটিয়াদী ফায়ার সার্ভিস অফিসে জানালেও তারা আসার পূর্বেই আধা পাঁকা ঘরের চাল, যাবতীয় আসবাবপত্র ও ঘরে থাকা দশ লক্ষাধিক টাকা পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সংবাদে পেয়ে এলাকার লেকজন ছুটে এসে শত চেষ্টা করেও আগুন নিভাতে পারেনি। আগুনে আমার ক্ষতির পরিমাণ নগদ দশ লক্ষ টাকা সহ প্রায় চৌদ্দ লক্ষ টাকা। এখন আমার আর কিছুই রইলনা।
কটিয়াদীতে বিদ্যুতের আগুনে পুড়ে কৃষকের বাড়ি ছাই
প্রকাশ : Apr 01, 2020 | Comments Off on কটিয়াদীতে বিদ্যুতের আগুনে পুড়ে কৃষকের বাড়ি ছাই
