logo

কটিয়াদীতে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত

মাসুম পাঠান স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড’১৭ উপলক্ষে দুই দিন ব্যাপী অনুষ্ঠান সোমবার সম্পন্ন হয়েছে। দুটি গ্রুপে অনুষ্ঠিত মেলা ও অলিম্পয়াডে জুনিয়র গ্রুপে অলিম্পয়াডে ১ম হয়েছে কটিয়াদী পাইলট মডেল স্কুলের ১০ শ্রেণীর ছাত্র জোসেফ আহমেদ, ২য় হয়েছে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী লায়লাতুল ফেরদৌস এবং ৩য় হয়েছে মসূয়া  উচ্চ বিদ্যালয়ের সুরাইয়া জামান। সিনিয়র গ্রুপে ১ম,২য় ও ৩য় হয়েছে কটিয়াদী কলেজের সুরমা আক্তার, মারিয়া আক্তার ও আরিফুল ইসলাম এবং মেলায় একটি বাড়িকে কিভাবে নিরাপদ রাখায় তার সহজ পদ্ধতি আবিস্কারের জন্য কটিয়াদী পাইলট মডেল স্কুল ১ম, পাথরকুচির পাতা থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কটিয়াদী পাইলট বালিকা বিদ্যালয় ২য় এবং বায়ু প্রবাহ থেকে বিদ্যুৎ  উৎপাদনের জন্য মিয়া চান্দশাহ স্কুল ৩য় স্থান লাভ করে। সিনিয়র গ্রুপে সবজি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য গচিহাটা কলেজ ১ম, স্বাস্থ্য সম্মত পায়খানা ও তার বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের জন্য ডা:আ: মান্নান মহিলা কলেজ ২য় এবং বাষ্প থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কটিয়াদী কলেজ ৩য় স্থান অর্জন করে। পরে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল জাকি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ,কে এম গোলাম কিবরিয়া, অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার, প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, শাহানাজ পারভীন ও নাছরিন সুলতানা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২টি স্টল মেলায় অংশ নেয়।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে