মাসুম পাঠান
কিশোরগঞ্জের কটিয়াদীতে বানিয়গ্রাম বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখা মঙ্গলবার সকালে উদ্বোধন অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ময়মনসিংহ জোন প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. মুহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে ও পিরিজপুর ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংকের পরিচালক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবদুল ওয়াহাব আইন উদ্দিন, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, বিআরডিএর চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মাষ্টার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কটিয়াদী শাখার এডিপি ও শাখা প্রধান খন্দকার আমিরুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং বানিয়াগ্রাম বাজার শাখার পরিচালক মো. শফিকুল ইসলাম মোড়ল প্রমুখ।