নাঈম ইসলাম সাগর, বনগ্রাম থেকে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাধীন বনগ্রাম আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজের প্রাক্তন ৩ ছাত্র নাঈম ইসলাম সাগর,আরাফাত রহমান আলিফ ও গোলাম মোস্তফা আকন্দের উদ্যোগে প্রাক্তন ছাত্রছাত্রীদের সহযোগিতায় বনগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন, দরিদ্র ও অসহায় ১৬০ টি পরিবারের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য ও ঈদসামগ্রী বিতরণে অংশগ্রহণ করেন বনগ্রাম আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজের শিক্ষক আরাফাত রহমান আলিফ , প্রাক্তন ছাত্র নাঈম ইসলাম সাগর, গোলাম মোস্তফা আকন্দ, আরিফ রহমান সাগর, ব্যবসায়ী নূরুল ইসলাম পারভেজ, সজীব সরকার প্রমুখ। বনগ্রাম ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বনগ্রাম, দাসেঁরগাও, নাগেরগ্রাম, ভিটিপাড়া, নোওয়াগাও, শিমুয়া নেহারদিয়া, কায়েস্তপল্লী, জামষাইট, ঘিলাকান্দি গ্রামের লোকজনকে খাদ্য ও ঈদসামগ্রী দেওয়া হয়েছে। এটাই বনগ্রাম ইউনিয়নের প্রথম কোনো সংগঠন যারা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উপহার সামগ্রী দিয়েছে। ইতিপূর্বেও এ সংগঠনের মাধ্যমে ২৯০ জন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কটিয়াদীতে বনগ্রাম আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজের প্রাক্তন ৩ ছাত্রের উদ্যােগে খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশ : May 27, 2020 | Comments Off on কটিয়াদীতে বনগ্রাম আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজের প্রাক্তন ৩ ছাত্রের উদ্যােগে খাদ্যসামগ্রী বিতরণ
