নিজস্ব প্রতিবেদক।।ঘটনাপ্রবাহ
কিশোরগঞ্জের কটিয়াদীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯০তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা মহিলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি মো. মজিবুর রহমান।
কটিয়াদীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুুন্নেছা’র জন্মদিন পালিত
প্রকাশ : Aug 08, 2020 | Comments Off on কটিয়াদীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুুন্নেছা’র জন্মদিন পালিত
