logo

কটিয়াদীতে বঙ্গমাতা ফজিলাতুন নেছার ৯১তম জন্ম বার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্য়ালয়ের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯১ তম জন্ম বার্ষিকী উদ্ যাপন উপলক্ষে দু:স্থ ও অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বোরবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাত হোসেন, কটিয়াদী কলেজের সাবেক ভিপি ছিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, সাবেক ভিপি দুলাল বর্মন, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাইনুর রহমান মনির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো লিয়াকত আলী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আমজাদ হোসেন, কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. ইসরাইল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মস্তোফা, মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান ছয়দু হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আলতাব উদ্দিন মোল্লা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, রাজনৈতিক ব্যক্তি ও গণমাধ্যম কর্মী।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে