মাসুম পাঠান কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদীতে বখাটেরা কুপিয়ে এসএসসি পরীক্ষার্থীর বাবা খায়রুল হাসান (৩৫) গুরুতর ভাবে আহত করায় জনতা আবু কায়ছার প্রান্ত নামে ১ জন কে আটক করে পুলিশে সোপদ করেছে।
জানাযায়, বৃহস্পতিবার উপজেলার আচমিতা জর্জ ইনস্ট্রিটিউশানের পরীক্ষার্থী খায়রুন্নেছা আক্তার বৃষ্টিকে তার বাবা কটিয়াদী ডিগ্রী কলেজ কেন্দ্রে পৌছে দিয়ে পাশ্ববর্তি পুরাতন গরুহাটায় অপেক্ষারত অবস্থায় ওৎপেতে থাকা বখাটেরা দা, ছুরি, রট দিয়ে অতর্কিত হামলা চালায়। উপস্থিত জনতা আবু কায়ছার প্রান্তকে আটক করে পুলিশে সোপর্দ করে । আটক প্রান্ত কটিয়াদী পৌর সদরের পশ্চিম পাড়ার আ. লতিফের ছেলে । অন্য বখাটেরা পালিয়ে যায় । আহত খায়রুল হাসান কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনাটি দুপুর সাড়ে বারোটার সময় ঘটে । বখাটেরা দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ে আসা যাওয়া পথে ছাত্রীটিকে উত্যক্ত এবং ছাত্রীর মায়ের মোবাইল ফোনে কলদিয়ে বিরক্ত করত । কিছুদিন পূবে খায়রুল হাসান বখাটে শিপন কে মোবাইলসহ আটক করলে স্থানীয়দের জিম্মায় তাকে ছাড়িয়ে নেয় । আহতের পিতা মো. আব্দুল হাসিম বাদী হয়ে- শিপন (২৪), বাবু মিয়া (২২), আবু কায়ছার প্রান্ত ও অজ্ঞাতনামা কয়েক জনকে আসামী করে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ জানান প্রান্ত নামে একজনকে আটক করা হয়েছে এবং অন্যান্য বখাটেদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
কটিয়াদীতে বখাটেদের হামলায় পরীক্ষার্থীর বাবা আহত আটক-১
প্রকাশ : Feb 16, 2017 | Comments Off on কটিয়াদীতে বখাটেদের হামলায় পরীক্ষার্থীর বাবা আহত আটক-১
