নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিজয় বর্মন (৩০) নামে এক সিঙ্গাপুর প্রবাসীকে লোহার রড দিয়ে পিটিয়ে ও ধারালো অশ্র দিয়ে কুপিয়ে জখম করেছে। এ ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১০ টার দিকে কটিয়াদী পৌরসভার পশ্চিমপাড়া মহল্লায়। আহত বিজয় বর্মন পৌরসভার পশ্চিমপাড়া মহল্লার শুটকি মাছ ব্যবসায়ী অরুন বর্মনের ছেলে।
আহত বিজয়ের পিতা অরুন বর্মন ঘটনাপ্রাহকে জানান, আমার ছেলে বিজয় সিঙ্গাপুর প্রবাসী। মহামারী করোনা শুরু হওয়ার পূর্বে সে ছুটি নিয়ে বাড়িতে আসে। বিজয় গতরাতে কটিয়াদী বাজার হতে বাড়িতে আসার পথে পূর্ব শত্রুতার জেরে সিরাজ আকন্দ ও তার ছেলে সুমন আকন্দ রাস্তায় তার গতিরোধ করে লোহার রড দিয়ে দুই পায়ে আঘাত করার পর সে মাটিতে পড়ে গেলে ধারালো দা দিয়ে মাথায় কুপ দেয়। এ সময় রাস্তাদিয়ে লোকজনের আগমনে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বিজয় ও পথচারীদের ডাক চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আমার ছেলেকে হত্যার উদ্যােশে হামলা করার দায়ে আজ মঙ্গলবার কটিয়াদী মডেল থানায় সিরাজ আকন্দ ও তার ছেলে সুমন আকন্দের নামে অভিযোগ দায়ের করেছি।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম.এ জলিল জানান, এ ঘটনায় ২ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। ঘটনার পরই আসামীদ্বয় অন্যত্র পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।