দর্পন ঘোষ, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের ভাংনাদী ও চারিয়া গ্রামের দেড় শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে বিশেষ ত্রাণসামগ্রী বিতরণ করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা।
শনিবার দুপুরে ভাংনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকতারুন নেছা পবিত্র ঈদ উপলক্ষে বিশেষ খাদ্যসামগ্রী বিতরণের সময় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা, ঈদের জামাত খোলা মাঠে না পড়ে মসজিদে প্রয়োজনমত একাধিক জামাতের ব্যবস্থা করা ইত্যাদি বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ত্রান বিতরণে দায়িত্বপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ফজিলাতুন্নেছা রুবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবদুর রহমান, ভাংনাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, অবঃ সরকারী চাকুরে মোয়াজ্জম হোসেন, কটিয়াদী রক্তদান সমিতির সমন্নয়ক বদরুল আলম নাঈম, সমাজ সেবক সোহেল আবেদীন রানা, সাংস্কৃতিক কর্মী জীসান আজাদ,স্থানীয় সমাজসেবক হাবিবুর রহমান,কামরুল ইসলাম, নূর মোহাম্মদ, তানজীম খান ফরহাদ,রুহুল আমিন, জুয়েল প্রমুখ।
কটিয়াদীতে প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিশেষ ত্রানসামগ্রী বিতরণ
প্রকাশ : May 24, 2020 | Comments Off on কটিয়াদীতে প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিশেষ ত্রানসামগ্রী বিতরণ
