কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার আয়োজনে শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কটিয়াদী উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিনে অংশ গ্রহন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. সোনাহর আলী, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম এ জলিল, কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান, বনগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিলন, কটিয়াদী পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মস্তোফা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তাহের, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল খালেক রাজু, এস আই তোফায়েল আহম্মেদ, এসআই দুলাল মিয়া প্রমুখ।
এ সময় বাসষ্ট্যান্ডের লোক জনের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।