কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরে গোসল করতে গিয়ে অলিদ হোসেন (০৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে পৌরসভার কামারকোনা মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত অলিদ হোসেন কটিয়াদী পৌরসভার কামারকোনা মহল্লার শামীম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে বাড়ীর পার্শ্বে হাজী লিয়াকত আলীর পুকুরে গোসল করার জন্য নামে অলিদ। এর পর সে আর বাড়ি ফেরেনি। পরে তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে । এদিকে এলাকার একজন পুকুরে অলিদের লাশ পানিতে ভাসতে দেখে চিৎকার করে। তাৎক্ষণিক উদ্ধার করে কটিযাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কটিয়াদীতে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু!
প্রকাশ : Jun 23, 2020 | Comments Off on কটিয়াদীতে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু!
