কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে পানি মিশ্রিত ২০ লিটার ভেজাল দুধ বিনষ্ট করা হয়েছে।
সোমবার দুপুরে কটিয়াদী বাজারের দুধ মহালে বিক্রেতাদের দুধ পরীক্ষা করলে ২০ লিটার পানি মিশ্রিত ভেজাল দুধ পাওয়া যায়। এ সময় দুধ ফেলে অনেক বিক্রেতা পালিয়ে যায়। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সজিম উদ্দিন উপস্থিত জনতার সম্মুখে পানি মিশ্রিত ভেজাল দুধ মাটিতে ঢেলে বিনষ্ট করেন। কিছুদিন যাবৎ বাজারে দুধ কম উঠায় দাম বেড়ে যায়। ফলে কিছু অসাধু লোক বেশি লাভের আশায় দুধে পানি মিশাচ্ছে।
কটিয়াদী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সজিম উদ্দিন ঘটনাপ্রবাহকে জানান কিছু অসাধু বিক্রেতা গ্রাম থেকে দুধ ক্রয় করে পানি মিশিয়ে বাজারে বিক্রি করছিল। তারা নিজেদের ভূল স্বীকার করে ভবিষ্যতে দুধে পানি না মিশানোর ওয়াদা করলে তাদেরকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।
কটিয়াদীতে পানি মিশ্রিত ভেজাল দুধ বিনষ্ট
প্রকাশ : Jul 27, 2020 | Comments Off on কটিয়াদীতে পানি মিশ্রিত ভেজাল দুধ বিনষ্ট
