logo

কটিয়াদীতে পাগলা শিয়ালের কামড়ে ১৪জন আহত


কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসদরে একটি পাগলা শিয়াল চৌদ্দজন নারী পুরুষকে কামড়িয়ে আহত করেছে। এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে কটিয়াদী পৌরসভার পূর্ব পাড়া মহল্লায় ।
আহতরা হচ্ছেন রোজিনা খাতুন (৪০), রত্না দেবনাথ (৩৫) , হাজী রতন মিয়া (৪৮), জুয়েল মিয়া (২৫), শফিকুল ইসলাম(২২), আবুল কাসেম (৫০), মুছা মিয়া (৫০), রানু আক্তার(৩৫), হীরন রবি দাস (২৩), আ: রাশিদ (৭০), রফিকুল ইসলাম (৩০), লালন মিয়া (২৯), শিবলু মিয়া (৩১) ও শিরিনা আক্তার (৪০)। গুরুতর আহত রতনা দেবনাথকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদেরকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সকাল সাতটার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ার সময় কটিয়াদী পূর্বপাড়া মহল্লার রোজিনা খাতুন হাসপাতালের দিকে যাওয়ার সময় একটি পাগলা শিয়াল পিছন দিক থেকে দৌড়ে এসে পায়ে কামড়িয়ে আহত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার সময় আহত আরও দুই তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা । এ সময় পাগলা শিয়ালের আক্রমণে আতঙ্কিত লোকজন হাসপাতালের বাহিরে রাস্তায় বিভিন্ন দিকে ছোটাছুটি করছিল । এ সময় সকাল সাতটা থেকে এগারটা পর্যন্ত পাগলা শিয়ালটি হাসপাতালের সম্মুখের রাস্তায় ১৪জন নারী পুরুষকে কামড়িয়ে আহত করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন লাঠি সোটা নিয়ে পাগলা শিয়ালটিকে ধরে রশি দিয়ে বেঁধে পিটিয়ে মেরে ফেলে। দিনের আলোতে পাগলা শিয়ালের কামড়ে আহত হওয়ার ঘটনায় সাধারণ মানুষের মনে আতংক সৃষ্টি করেছে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান ঘটনাপ্রবাহকে জানান, আজ সকালে কটিয়াদী পৌর সদরে পাগলা শিয়ালের আক্রমণে আহত ১৪ জন আহত রোগীকে জলাতঙ্কের ইনজেকশন দিয়ে আমাদের অবজারভেশনে রাখা হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে