মাসুম পাঠান, কটিয়াদী থেকে
স্ত্রীর সাথে পরকীয়ার সন্দেহে রাসেল আহমেদ খাঁন (৩০) নামে এক স্কুল শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে প্রবাস থেকে আসা জজ মিয়া ।
রাসেল আহমেদ খাঁন কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ধনকী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জজ মিয়া কুয়েত হতে ছুটিতে আসা একই গ্রামের ইসরাইল মিয়ার ছেলে।
শনিবার সকালে স্কুলের কাস শুরু হওয়ার পূর্বে জজ মিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি ও সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল হাদির নিকট এসে রাসেল নামে একজন শিক্ষকের খোঁজ করেন। রাসেল আহমেদ মোটরবাইক নিয়ে বিদ্যালয়ে আসার পর পরিচয় জানা মাত্রই ছুরা দিয়ে এলোপাথারি কুপাতে থাকে। জীবন রক্ষার্থে রাসেল আহমেদ স্কুল মাঠ থেকে দৌড়ে ধনকিপাড়া বাজারের দিকে ছুটে গেলে উপস্থিত জনতা জজ মিয়ার গতিরোধ করেন এবং তাকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখে । খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে। স্থানীয়রা আহত শিক্ষক রাসেল আহমেদকে উদ্ধার করে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এলাকার সূত্রে জানা যায়, জজ মিয়া মাদকাসক্ত ও উশৃংখল প্রকৃতির লোক। তার স্ত্রীর সাথে কেউ কথা বললেই তাকে সন্দেহ করত। জজ মিয়ার মেয়ে শাপলা ৫ম শ্রেণীর ছাত্রী, সে এলাকার সারোয়ার নামে এক জনের কাছে প্রাইভেট পড়ত। সে তার স্ত্রীর সাথে সারোয়ারের সম্পর্ক রয়েছে বলে মনে করত। সারোয়ার ও রাসেল দেখতে অনেকটা একই রকম হওয়াই রাসেল কে সারোয়ার মনে করে কুপিয়ে জখম করে। তারা জানান, জজ মিয়ার স্ত্রী নাছরিন আক্তার সম্পর্কে আমরা কখনো কোন খারাপ কথা শুনিনি। পক্ষান্তরে জজ মিয়া তার মা,বাবা ও স্ত্রীকে মারপিট করে। থানা হেফাজতে থাকা জজ মিয়া জানান, শিক্ষক রাসেল আহমেদের সাথে আমার স্ত্রীর সম্পর্ক রয়েছে । তিনি অগোচরে আমার স্ত্রীর সাথে দেখা করতেন । আহত শিক্ষক রাসেল আহমেদ জানান, জজ মিয়ার সাথে আমার কোন পরিচয় নেই তিনিও আমাকে চিনেন না । আমি স্কুল আসা মাত্রই জজ মিয়া আমার নাম রাসেল কি না জানতে চাইলে আমি হ্যাঁ বলতেই পিছনে রাখা ছুরিদিয়ে আমাকে কুপাতে থাকে । ধনকিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ভজন রায় জানান,মাদকাসক্ত জজ মিয়ার হামলায় আহত রাসেল আহমেদ একজন আদর্শ শিক্ষক। তার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে জজ মিয়া। কটিয়াদী থানার ওসি জাকির রব্বানী বলেন, আহত শিক্ষক রাসেল আহমেদ বাদী হয়ে জজ মিয়াকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত জজ মিয়াকে আটক করা হয়েছে।
কটিয়াদীতে পরকীয়া সন্দেহে স্কুল শিক্ষককে কুপিয়ে জখম গ্রেফতার-১
প্রকাশ : May 06, 2017 | Comments Off on কটিয়াদীতে পরকীয়া সন্দেহে স্কুল শিক্ষককে কুপিয়ে জখম গ্রেফতার-১
