মাসুম পাঠান, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাধীন মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা গ্রামের নিখোঁজ রিকশা চালক জসিম উদ্দিনের (১৮) লাশ উদ্ধার করেছে শনিবার বিকালে পুলিশ ।
জানাযায় মাগুরা গ্রামের লাল মিয়ার ছেলে জসিম উদ্দিন বৃস্পপতিবার সন্ধার পর বাড়িহতে বের হয়ে আর ফেরেনি। শনিবার দুপুরে মাগুরা বাজারে গণশৌচাগারের পাশে জসিম উদ্দিনের ব্যবহৃত গামছা দেখতে পেয়ে স্থানীয় লোকজন সন্দেহবশত শৌচাগারের ভাঙ্গা ট্যাংকির ডাকনা উঠালে একটি হাত দেখতে পেলে বিষয়টি কটিয়াদী মডেল থানায় অবহিত করার পর পুলিশ ঘটনাস্থল হতে তার লাশ উদ্ধার করেন। কটিয়াদী মডেল থানার এসআই মো. হুমায়ুন কবির জানান শৌচাগারের ট্যাংকি হতে নিখোঁজ জসিম উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীদের সনাক্ত করে গ্রেফতারের অভিযান চলছে।