logo

কটিয়াদীতে নিখোঁজের ৫দিন পর নদীতে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার গ্রেফতার-২

মাসুম পাঠান, কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বামীর বাড়ী হতে নিখোঁজের ৫দিন পর আড়িয়ালখাঁ নদী থেকে নূরজাহান বেগম (৩৫) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার হয়েছে।
শুক্রবার দুপুরে পূবচর পাড়াতলা এলাকায় আড়িয়লখাঁ নদী থেকে গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ । নূরজাহানকে হত্যার অভিযোগে স্বামীর নুরুল হকের ভাই মোবারক হোসেন ও ভাগিনা শরিফকে পার্শবতী মনোহরদী উপজেলার চরাঞ্চল থেকে গ্রেফতার করেছে পুলিশ।
দুই সন্তানের জননী নূরজাহান  উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা গ্রামের সৌদি প্রবাসী নূরুল হকের স্ত্রী । ইউপি সদস্য আবুল কাশেম ফারুক জানান, সোমবার রাতে খাবার খেয়ে ছেলে মেয়ে সহ ঘুমিয়ে পড়ে গৃহবধু নূরজাহান, ভোর হওয়ার পর তাকে আর পাওয়া যাচ্ছিলো না। শুক্রবার সকাল ৯টার দিকে আড়িয়ালখাঁ নদে একটি লাশ ভাসতে দেখে লোকজন কটিয়াদী মডেল থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে লাশটি নিখোঁজ গৃহবধু নূরজাহানের বলে নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, নিহতের স্বামী নূরুল হক বিদেশ থেকে বাড়ীতে আসলেও জনসম্মুখে তাকে দেখা যায়নি। ফলে নূরজাহানের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের ভাই পাশ্ববর্তী জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের  আশরাফুল ইসলাম বাদী হয়ে স্বামী নূরুল হক, স্বামী  ভাই মোবারক হোসেন সহ ৬ জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ জাকির রব্বানী জানান, গৃহবধুর নিখোঁজের বিষয়ে বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে ভাসমান অবস্থায় নূরজাহানের লাশটি আড়িয়ালখাঁ নদী থেকে পাওয়া যায়। ধারনা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে লাশটি নদীতে ফেলে যেতে পারে। এ ঘটনায় নিহতের স্বামীর ভাই মোবারক হোসেন ও ভাগিনা শরিফকে গ্রেফতার করা হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে