logo

কটিয়াদীতে নব যোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা

মো. রফিকুল ইসলাম, কটিয়াদী থেকে

কিশোরগঞ্জের কটিয়াদীতে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছার পরিচিত ও মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান ডা.  মোহাম্মাদ মুশতাকুর রহমানের সভাপতিত্বে  উপজেলা সমাজসেবা কর্মকর্তা  মইনুর রহমান মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক  মো. আবদুল ওয়াহাব আইন উদ্দিন, পৌর মেয়র মো. শওকত ওসমান,  সহকারী কমিশনার( ভূমি) মোহাম্মদ আলী সবুজ, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম. এ জলিল,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ওসমান গনী, সোনালী ব্যাংক কটিয়াদী শাখা  ব্যবস্থাপক মো. দুলাল মিয়া,  মুক্তিযোদ্ধা মো. ইসরাঈল, সহশ্রাম ধুলদিয়া  ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ,  বিআরডিবির উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম,  প্রভাষক শামসুজ্জামান সেলিম, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহন করেন।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে