নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ জন করোনাক্রান্তসহ আরো ৩ জন করোনা মুক্ত হয়েছেন। রোববার দুপুরে কটিয়াদী হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ১৬ জুলাই পাঠানো নমুনা রিপোর্টের ফলাফলে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
নতুন আক্রান্ত ২ জন হলেন, কটিয়াদী উপজেলা হাসপাতালের স্টাফ ১ জন ও করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামের পুরুষ ১ জন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৮ জনে। এদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে উপজেলায় ২ বছরের শিশু আইয়ান, শাহ আলম ও আলামিনসহ সর্বমোট সুস্থ হয়েছেন ৯৫ জন।
কটিয়াদীতে নতুন করে ২ জন করোনাক্রান্ত, সুস্থ ৩ জন
প্রকাশ : Jul 19, 2020 | Comments Off on কটিয়াদীতে নতুন করে ২ জন করোনাক্রান্ত, সুস্থ ৩ জন
