ফখর উদ্দিন ইমরান, নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে নতুন করে ১ জন কোভিড/১৯ এ আক্রান্ত এবং স্বাস্থ্য কর্মীসহ ৩ জন করোনা মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকালে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা যায়।
কটিয়াদী উপজেলার পৌর এলাকার ১ জন যুবক নতুন করে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় সর্বমোট ১১৯ জন আক্রান্ত হলেন। এদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।
এ দিকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসহকারী উত্তম কুমার সরকার(৪২), করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামের জামাল মিয়া (৪১) ও সাজ্জাদ হোসেন সহ ৩ জন নতুন করে করোনা মুক্ত হয়েছেন। এ নিয়ে কটিয়াদী উপজেলায় স্বাস্থ্য কর্মীসহ মোট ১০৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে উপজেলায় ১১ জন আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন৷।
কটিয়াদীতে নতুন করে ১ জন আক্রান্ত, সুস্থ ৩ জন
প্রকাশ : Aug 06, 2020 | Comments Off on কটিয়াদীতে নতুন করে ১ জন আক্রান্ত, সুস্থ ৩ জন
