ফখর উদ্দিন ইমরান,নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে নতুন করে চিকিৎসক,স্বাস্থ্যকর্মী, পুরুষসহ আরো ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে কিশোরগঞ্জ সিভিল সার্জনের অফিস সূত্রে এ তথ্য পাওয়া যায়। গত ২১ জুনে পাঠানো নমুনায় নতুন করে ৩ জনের দেহে পজেটিভ সনাক্ত হয়। আক্রান্তরা হলেন, এক উপজেলা হাসপাতালের ১ জন চিকিৎসক ও ১ জন স্বাস্থ্যকর্মী, দক্ষিণ লোহাজুরী গ্রামের ৫২ বছরের ১ জন পুরুষ। এ নিয়ে উপজেলায় নতুন শনাক্তসহ সর্বমোট ৭০ জন সনাক্ত হলেন ।আক্রান্ত ৭০ জনের মধ্যে ১ জন মৃত ব্যক্তি রয়েছেন। এ দিকে উপজেলায় ১২ জন স্বাস্থ্যকর্মীসহ মোট ১৪ জন ব্যতীত নতুন করে কেউ সুস্থ হননি।
কটিয়াদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান শুক্রবার বিকেলে ঘটনাপ্রবাহকে নিশ্চিত করেছেন।