ফখর উদ্দিন ইমরান,নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে নতুন করে আরো ৩ জনের শরীরে করোনা শনাক্ত এবং ১ জন সুস্থ হয়েছেন।এদের মধ্যে ১৯ বছরের ১ যুবক,৭০ বছর বয়সের ১ জন বৃদ্ধ ও ৫০ বছরের ১ নারী রয়েছেন। বৃহস্পতিবার(১৮ জুন) দিবাগত রাতে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১২ জুন এবং ১৪ জুনে পাঠানো মোট ২৫ টি নমুনায় নতুন করে ৩ জনের দেহে পজেটিভ সনাক্ত হয়। আক্রান্তরা হলেন, কটিয়াদী পৌরসভার ১ জন যুবক ও ১ জন নারী ও জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের ১ জন বৃদ্ধ। এ নিয়ে উপজেলায় নতুন শনাক্তসহ সর্বমোট ৬১ জন সনাক্ত হলেন ।আক্রান্ত ৬১ জনের মধ্যে ১ জন মৃত ব্যক্তি রয়েছেন। এ দিকে উপজেলায় নতুন করে আরো একজন করোনা মুক্ত হয়েছেন। নতুন করে সুস্থসহ মোট ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ডাঃ তানভীর হাসান বলেন, বর্তমানে কটিয়াদীতে আশংকাজনকভাবে করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় আমরা খুবই উদ্নীগ্ন। তবে যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের হাসপাতালের ডাক্তারগণ দিন রাত কাজ করে যাচ্ছেন।