ফখর উদ্দিন ইমরান,নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৩ জন কোভিড /১৯ থেকে সুস্থ হয়েছেন। এদের মধ্যে ১ জন ব্যাংক কর্মকর্তা, ৩ জন যুবক, ৩ জন কিশোরী, ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। মঙ্গলবার বিকেলে কটিয়াদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্র ঘটনাপ্রবাহকে নিশ্চিত করেছে।
নতুন করোনা ভাইরাস মুক্তরা হলেন,কটিয়াদী ইসলামী ব্যাংক কর্মকর্তা মোঃ জুয়েল সরকার(২৫), কটিয়াদী উপজেলার রুভেল রানা (৩৮), পশ্চিমপাড়া মহল্লার হুমায়ূন কবির(৩৮), পৌরসভার কামারকোনা মহল্লার মেহদী হাসান(২৪), মানিকখালী এলাকার কামরুল হাসান (১৮), উত্তর লোহাজুরী গ্রামের মোঃ ফরিদ উদ্দিন (৫৮),কটিয়াদী পূর্বপাড়া মহল্লার সিরাজ উদ্দিন (৫৬), লোহাজুরী ইউনিয়নের লোহাজুরী গ্রামের কাওছার (২০), মধ্যপাড়া গ্রামের রৌশনআরা (৩৫), বৈরাগীরচর গ্রামের লতিফা আক্তার (৪০), নাছরিণ আক্তার (১৮), ভরারদিয়া গ্রামের মোছাঃ রুখসানা আক্তার (৪০) ও উপজেলার বনগ্রাম ইউনিয়নের শিলা পাল (৩৫)৷ । এ নিয়ে উপজেলায় সর্বমোট করোনা মুক্ত হলেন ৮৬ জন।
এদিকে নতুন করে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের ৮৫ বছরের ১ জন বৃদ্ধ করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট ১০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ জন মৃত্যুবরন করেছেন।
কটিয়াদীতে নতুন করে আরো ১৩ জন করোনা মুক্ত
প্রকাশ : Jul 14, 2020 | Comments Off on কটিয়াদীতে নতুন করে আরো ১৩ জন করোনা মুক্ত
