ফখর উদ্দিন ইমরান, নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে কয়েক দিন বিরতি দিয়ে নতুন করে আরো একজন যুবকের শরীরে করোনা সনাক্ত হয়েছে।তার বাড়ি উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের গচিহাটা গ্রামে। গত মঙ্গলবার (২৬ মে) রাতে পাওয়া রিপোর্টে এ তথ্য জানা গেছে ।
কটিয়াদী উপজেলায় এর আগে ১৭ জন আক্রান্ত হয়েছিলেন। নতুন করে আরো একজনের আক্রান্ত হওয়ায় উপজেলায় করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ১৮ জনে।আক্রান্তের ১৮ জনের মধ্যে উপজেলার করগাঁও ইউনিয়নের বাট্টা গ্রামের তরুণ ভূঁইয়া নামের একজন মৃত ব্যক্তি রয়েছেন। ইতিমধ্যে উপজেলায় ১২ জন স্বাস্থ্যকর্মী করোনা থেকে সুস্থ হয়েছেন।
কটিয়াদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, গত ২০ মে পাঠানো ২২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মহাখালীর আইপিএইচে পাঠানো হয়েছিল। এ ২২ জনের রিপোর্টে একজনের পজেটিভ এসেছে। তিনি কয়েক দিন ধরে সর্দি, কাশি, জ্বরে ভোগছিলেন। ওই যুবক করোনায় আক্রান্ত হওয়ায় পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আগামীকাল বৃহস্পতিবার ল্যাবে পাঠানো হবে।