logo

কটিয়াদীতে ধান কাটার নতুন প্রযুক্তির কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে ধান কাটার নতুন প্রযুক্তির দুইটি কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার চাতল গ্রামে সাবেক আইজিপি ও সচিব নূর মোহাম্মদ এমপি কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন হস্তান্তর করেন।
কটিয়াদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মুকশেদুল হক জানান, ২০১৯-২০ অর্থ বছরের সরকারের উন্নয়ন সহায়তার আওতায় ৭০% ভর্তুকিতে উপজেলায় দুইজন কৃষককের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। এর দাম ২৮লাখ টাকা। ৩০% টাকায় কৃষকরা মেশিন ক্রয় করেন। এ মেশিন দিয়ে প্রতি ঘণ্টায় ধান কাটা যাবে এক একর। এছাড়াও ধান কাটা, মাড়াই, ঝাড়া, ও প্যাকেটজাত করা যাবে কম্বাইন হারভেস্টার (ধান কাটার মেশিন) মেশিন দিয়ে। এক একরের জন্য ডিজেল খরচ হবে মাত্র ৮ লিটার। ফলে উপজেলার কৃষকের সোনালী ফসল ঘরে উঠবে সময় মতো।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃৃষিবিদ মুকশেদুল হক, উপজেলা আ.লীগ সহ-সভাপতি অ্যাডভোকেট দিলীপ ঘোষ প্রমুখ।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে