মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের চরকাউনিয়া গ্রামে দুই বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতের হামলায় ৩ জন আহত ও ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে চরকাউনিয়া গ্রামের সৌদি প্রবাসী হারুন মিয়ার বাড়িতে বসত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে চলে যাওয়ার সময় ডাকাতদের প্রতিরোধ করতে লোকজন এগিয়ে আসলে ডাকাতের হামলায় লুৎফুর রহমান চুন্নু (৫৫) ও মনির হোসেন (২৫) গুরুতর আহত হয়। একই রাতে অরিয়াধর বাজারের পাশে মফিজ উদ্দিনের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। তার বাড়ি থেকে নগদ টাকা, স্বর্নালংকার ও মোবাইল সেট নিয়ে যায়। গৃহকর্তা মফিজ উদ্দিন ডাকচিৎকার দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর হাতে আঘাত করে। গুরুতর আহত লুৎফুর রহমান চুন্নু ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মফিজ উদ্দিন ও মনির হোসেন স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। এ ঘটনায় পুলিশ দক্ষিণ পূর্বচর পাড়াতলা গ্রামের সাহিদ মিয়া নামের একজনকে গেফতার করেছে কটিয়াদী থানা পুলিশ। শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান ও কটিয়াদী মডেল থানার ওসি আঃ ছালাম মিয়া ঘটনাস্থল পরির্শন করেছেন। কটিয়াদী মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ হুমায়ূন কবীর জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য সাহিদ মিয়া নামের একজনকে আটক করা হয়েছে।
কটিয়াদীতে দুই বাড়িতে ডাকাতি হামলায় আহত-৩ গ্রেফতার-১
প্রকাশ : Jul 30, 2016 | Comments Off on কটিয়াদীতে দুই বাড়িতে ডাকাতি হামলায় আহত-৩ গ্রেফতার-১
