logo

কটিয়াদীতে দাফনের ৪২ দিন পর ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন


কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাহফুজ মিয়া (২৫) নামে এক যুবককে দাফনের ৪২ দিন পর ময়না তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও পিবিআই এর পরিদর্শকের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের মাগুরা গ্রামে।

মৃত মাহফুজ মিয়া চান্দপুর ইউনিয়নের মাগুরা গ্রামের মতিউর রহমানের বড় ছেলে।

মামলার বিবরণ ও পরিবারের লোকজনের নিকট হতে জানা যায়, গত ১৭ এপ্রিল মাহফুজ মিয়া নামে এক যুবককে সন্ত্রাসীরা পিটিয়ে ধাক্কা দিয়ে চলন্ত এ্যাম্বুলেন্সের নিচে ফেলে দিলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা হেলথ কেয়ার হসপিটালে আইসিইউতে ১৮ এপ্রিল রাতে তার মৃত্যু হয়।


এ ঘটনায় মৃত মাহফুজ মিয়ার মা রোমেনা আক্তার রেনু বাদী হয়ে ১২ জনকে আসামী করে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৩মে তারিখে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীগণ পূব পরিকল্পিত ভাবে হত্যা এবং থানায় মামলা না নেওয়ায় মৃত মাহফুজ এর কোনরূপ সুরত হাল প্রস্তুত ও ময়না তদন্ত সম্পন্ন ছাড়াই লাশ দাফন করা হয়েছে। এমতাবস্থায় পুলিশ সুপার পিবিআই কিশোরগঞ্জকে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতে ভিকটিম মৃত মাহফুজ এর লাশ কবর হতে উত্তোলন পূর্বক সুরতহাল প্রস্তুত ও ময়না তদন্ত সম্পন্নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ^র পাল জানান, আদালতের নির্দেশে পিবিআই এর পরিদর্শক মো. রমিজ উদ্দিন ও স্থানীয় পুলিশের উপস্থিতিতে শনিবার দুপুর ১২টা দিকে ভিকটিম মাহফুজের লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল তৈরি ও ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে