logo

কটিয়াদীতে দরিদ্রদের মাঝে অধ্যক্ষ হাকিম গিয়াস উদ্দিন আহমাদ ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান

দর্পন ঘোষ কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদীতে হত দরিদ্রদের মাঝে অধ্যক্ষ হাকিম গিয়াস উদ্দিন আহমাদ ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গবার সকালে উপজেলার জালালপুর ইউনিয়নে উত্তর ফেকামারা গ্রামে অধ্যক্ষ হাকিম গিয়াস উদ্দিন আহমাদ ফাউন্ডেশনের উদ্দোগে ৩৭টি পরিবারের আসহায়, হত দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে নগদ প্রতিজনকে পাঁচশত টাকা করে আর্থিক সহযোগীতা প্রদান করা হয় । এ সময় উপস্থিত সকলকে মহামারী করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়। আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অধ্যক্ষ হাকিম গিয়াস উদ্দিন আহমাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ মাহমুদ মুক্তা সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কটিয়াদী রক্তদান সমিতির সমন্নয়ক বদরুল আলম নাঈম, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল আরেফিন কাইয়ুম, কটিয়াদী উপজেলা সহযোগী স্যানিটারি ইন্সপেক্টর মনিরুজ্জামান মনির ও ছাদেকুল ইসলাম প্রমুখ।

Comments are closed.







প্রধান সম্পাদক : ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সম্পাদক : দেলোয়ার হোসেন শরীফ।
বার্তা সম্পাদক - মাসুম পাঠান, প্রধান কার্যালয়: ১৩/এ মনেশ্বর রোড, হাজারিবাগ, ঢাকা- বাংলাদেশ।
জোনাল অফিস: বাংলাদেশ কম্পিউটার এন্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, কটিয়াদী বাজার (অগ্রনী ব্যাংক নিচতলা), কিশোরগঞ্জ।
ফোন : ০১৭১১-১৮৯৭৬১, ০১৭১১-৩২৪৬৬০, ০১৭৩২-১৬৩১৫৭।
ই-মেইল: news@ghatanaprobaha.com, ওয়েবঃ- www.ghatanaprobaha.com
ডিজাইন: একুশে