মাসুম পাঠান
কিশোরগঞ্জের কটিয়াদীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির জন্য তিন ফার্মেসী এবং মানহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার কটিয়াদী উপজেলার মানিকখালী বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে আদম আলী মেডিসিন কর্ণারকে ২১ হাজার টাকা, আশরাফ ফার্মেসীকে তিন হাজার টাকা ও জাকির মেডিসিন কর্ণারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মানহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে জব্বার ট্রেডার্সকে তিন হাজার টাকা এবং হারুন স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে পরিচালিত অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন কিশোরগঞ্জ জেলা পুলিশ এর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনার সময় কটিয়াদী উপজেলার সহযোগী স্যানিটারি ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান মনির উপস্থিত ছিলেন।