কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে তারুণ্য রক্তদাতা সংগঠনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান সামাজিক সচেতনতা তৈরি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্য রক্তদাতা সংগঠনের প্রতিষ্ঠাতা নাঈম ইসলাম সাগরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যন মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারে সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ জামান সরকার, কটিয়াদী পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. দিদারুল আলম রাসেল প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন তারুণ্য রক্তদাতা সংগঠনের সভাপতি মোঃ তন্ময় শেখ, সহ সভাপতি আরাফাত রহমান আলিফ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাশারফ হোসাইন খান, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিল খন্দকার, সোহাগ হোসেন সিহাব, রায়হান আহমেদ, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন জামান, সমাজসেবা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানে বিনামূল্যে শতাধিক লোক জনের রক্তের গ্রুপ
নির্ণয় করা হয়।