ফখর উদ্দিন ইমরানঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে হিজরা ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার মাসরুকুর রহমান খালেদ। বুধবার বিকালে কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন ১৭জন হিজরা ও ১৫জন দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল ও তেল বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সোনাহর আলী ও কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এম,এ জলিল, মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।