কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যলয়ে কটিয়াদী উপজেলা শ্রমিক লীগের আয়োজনে আলোচনা সভায় কটিয়াদী উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তাহেরে সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামলা হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, কটিয়াদী কলেজের সাবেক ভিপি ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান ভুইয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মস্তোফা, আওয়ামলীগ নেতা রুহুল আমীন রেনু, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. শরিফ হোসেন, সাধারন সম্পাদক মোতাহার হোসেন রবিন প্রমুখ।
কটিয়াদীতে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রকাশ : Oct 12, 2021 | Comments Off on কটিয়াদীতে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
