কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াহাব আইন উদ্দিন, কটিয়াদী মডেল থানার পরিদর্শক ( তদন্ত) মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. উসমান গণি, উপজেলা কৃষি অফিসার মো. মুকশেদুল হক, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ হোসেন, কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, লোহাজুরী ইউপি চেয়ারম্যান আতাহার উদ্দিন ভূইয়া রতন, সাংবাদিক সরোয়ার হোসেন শাহীন, সাবেক ভিপি দুলাল বর্মন, মুক্তিযোদ্ধা মো. ইসমাঈল প্রমুখ।
কটিয়াদীতে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশ : Aug 06, 2020 | Comments Off on কটিয়াদীতে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
