নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
বোরবার সকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে আলোচনা সভা,দোয়া মাহফিল ও পুরুষ্কার বিতরনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের প্রভাষক মো. শামসুজ্জামন সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ইব্রাহিম, পৌর মেয়র শওকত উসমান, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাৎ হোসেন, কটিয়াদী কলেজের সাবেক ভিপি ও উপজেলা আওয়ামীলীগের মুখপাত্র সিদ্দিকুর রহমান ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন বাদশা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন প্রমূখ।
এ সময় উপজেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।