কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুস সালেহীনের সভাপত্বিতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমাইয়া বিনতে ফারুক, মেডিকেল অফিসার ডিজিজ কন্টোল ডা. শোয়েব খান, ডা. জাকির হোসেন, ডা. রিপন দেবনাথ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মুজিবুর রহমান, সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
কটিয়াদী উপজেলায় আগামী ০৫ হতে ১৯ জুন পর্যন্ত পর্যায়ক্রমে ২৪১টি টিকাদান কেন্দ্রে ভিটামিন “এ” ক্যাম্পেইন চলবে। উপজেলায় ৪৬ হাজার ৬শত জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।
কটিয়াদীতে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : Jun 02, 2021 | Comments Off on কটিয়াদীতে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
