ফখর উদ্দিন ইমরান
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকালে কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৪৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪১ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিপিয়াড উদ্বোধন করা হয়েছে। কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছার সভাপতিত্বে ও একাডেমীক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলী সবুজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. লিয়াকত আলী খাঁন, কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মইনুর রহমান মনির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ছাইদুর রহমান, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।
কটিয়াদীতে জাতীয় বিজ্ঞান মেলা উদ্বোধন
প্রকাশ : Jan 08, 2020 | Comments Off on কটিয়াদীতে জাতীয় বিজ্ঞান মেলা উদ্বোধন
