কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে জমিতে পানি দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. সাজু মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃৃত্যু হয়েছে।
মৃত সাজু মিয়া উপজেলার লোহাজুরী ইউনিয়নের চরকাওনিয়া গ্রামের মো. চান্দু মিয়ার পুত্র। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে লোহাজুরী ইউনিয়নের চরকাওনিয়া মধ্য বাজারের পূর্ব পাশে।
নিহত সাজু মিয়ার পিতা মো. চান্দু মিয়া ঘটনাপ্রবাহকে জানান, আজ সকাল ১০ টার দিকে সাজু চরকাওনিয়া বাজারের পূর্ব পাশে বিদ্যুৎ চালিত সেচ মেশিন থেকে জমিতে পানি দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হয়। ঘটনাস্থল হতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃৃত্যু হয়। সাজু’ র স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে। সে একজন শ্রমজীবী লোক ছিল। তার অসহায় পরিবারের ভরণপোষণ ও ছেলে মেয়েদের লেখাপড়া কিভাবে করাবো এ নিয়ে আমরা চিন্তিত। ময়না তদন্ত ছাড়াই আইনগত প্রক্রিয়ার পর লাশ বিকাল ৬ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
কটিয়াদীতে জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃৃত্যু
প্রকাশ : Aug 06, 2020 | Comments Off on কটিয়াদীতে জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃৃত্যু
