মাসুম পাঠান কটিয়াদী থেকে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজলরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। বিষেশ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওহাব আইন উদ্দিন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. গোলাম মস্তোফার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম মোড়ল, মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম, কটিয়াদী মডেল থানার ওসি(তদন্ত) মো. আবুল হোসেন। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সংবাদিক, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহন করেন।
কটিয়াদীতে জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : Feb 28, 2017 | Comments Off on কটিয়াদীতে জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত
